![InShot_20220507_201929986](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/05/InShot_20220507_201929986-scaled.jpg)
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে পানিতে ডুবে আফরোজা (১) এর নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৭ মে) দুপুরে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের মেঘাই ভদ্রঘাট গ্রামে এ ঘটনা ঘটে। মোছাঃ আফরোজা উপজেলার বাজার ভদ্রঘাট গ্রামের মোঃ আশরাফুল ইসলাম এর সদ্য হাটা শেখা শিশুকন্যা।
পরিবার সূত্রে জানা গেছে, আফরোজা মেঘাই ভদ্রঘাটে নানার বাড়িতে বেড়াতে গিয়ে গিয়েছিল। দুপুরের দিকে হঠাৎ তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশে বাঁশঝাড়ের নিচে ছোট একটি পানির ডোবায় তার লাশ পায়।
এ বিষয়ে কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শিশু বাচ্চাটির নানা দুপুরে নামাজ পড়তে যাওয়ার সময় বাচ্চাটিকে বিস্কুট কিনে দিয়ে তার ছেলের বউয়ের কাছে রেখে যান। কিছু সময় পরে বাচ্চাটিকে না পেয়ে খোঁজাখুঁজি করে বাঁশঝাড়ের পাশে ছোট একটি পানির ডোবায় তার লাশ পায়।