সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করতে প্রসূতিদের উদ্বুদ্ধকরণের জন্য নরমালে সন্তান প্রসব করলেই নবজাতক ও তার মাকে সমাজসেবা অধিদপ্তরের রোগী কল্যাণ সমিতির অর্থায়নে উপহার দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মৃত্যু ঝুঁকি কমাতে সম্পূর্ণ বিনামূল্যে নরমাল ডেলিভারি করানোর জন্য প্রসূতি মায়েদের হাসপাতাল মুখী করতে এমন উদ্যোগ গ্রহণ করেছে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে করে বেড়েছে স্বাস্থ্য কমপ্লেক্সেটির সেবা গ্রহীতার সংখ্যা। বেড়েছে নরমাল ডেলিভারি। ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের এমন উদ্যোগ বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমালে ডেলিভারি হওয়া মায়েরা জানান, আমরা মনে করতাম হাসপাতালে ডেলিভারি করালে নার্স ও চিকিৎসকদের টাকা দিতে হয়। কিন্তু কামারখন্দ হাসপাতালে সন্তান প্রসবের পর হাসপাতাল কর্তৃপক্ষ তো কোন টাকা নেয়নি, উল্টো আমাকে ও আমার সন্তানকে পুরস্কার দিয়েছে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, উপজেলার গর্ভবতী মায়েদের নিরাপদে স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে হাসপাতালে ডেলিভারি করালে অনেক টাকা-পয়সার প্রয়োজন হয় সেই ভুল ধারণা দূর করতে ডেলিভারি হওয়া সকল মা কে উপহার দিচ্ছি।
তিনি আরও বলেন, কোনো গরিব প্রসূতি মা সন্তান প্রসবের জন্য টাকার অভাবে গভীর রাতে হাসপাতালে না আসতে পারলে। তাদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হবে।