সিরাজগঞ্জে ছেলের লাথির আঘাতে ফরিদুল ইসলাম (৬৫) নামে এক বাবার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে রাজা শেখ (৩০) পলাতক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাস্তা করার পর টাকা-পয়সা নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় ছেলের লাথিতে বাবা ঘটনাস্থলেই মারা যান।
দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আকতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর থেকে নিহতের ছেলে রাজা শেখ পলাতক রয়েছেন।
Drop your comments: