অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম। দুপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এসময় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে বিচার দাবি করেন বক্তারা।
তারা বলেন, যদি এই হত্যার বিচার না হয় তবে জনতার আদালতে এর বিচার হবে। একইসাথে বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ডেরও বিচার দাবি করেন তারা।
মানববন্ধনে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান (অব.) মেজর হাফিজ উদ্দিন, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ অনেকে।
Drop your comments: