অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ১৩ আসামিই এখন র্যাব হেফাজতে। এদিকে পুলিশের করা মামলায় সাক্ষ্য দেয়া ৩ জনের আবারও ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সকালে পুলিশের করা মামলায় ভুয়া তিন স্বাক্ষীকে কক্সবাজার আদালতে হাজির করে দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ড চায় র্যাব। আদালত চারদিন করে রিমান্ড দেন। এই তিন সাক্ষী হলেন, নুরুল আমিন, মো আয়াছ ও নিজামউদ্দিন।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় এখন পর্যন্ত ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৩ জনের রিমান্ড শেষে রাখা হয়েছে কারাগারে। এছাড়া এপিবিএন এর তিন সদস্যের রিমান্ড চলছে।
এরআগে গতকাল প্রধান আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ, ইনন্সেপেক্টর লিয়াকত ও এসআই নন্দ দুলাল রক্ষিতসহ সাত পুলিশ সদস্যের দ্বিতীয় দফায় ৪ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।