![InShot_20220920_182001697](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/09/InShot_20220920_182001697-scaled.jpg)
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের একত্রে মিলেমিশে বসবাস করছে। কোনো কোনো সময় সাম্প্রদায়িক শক্তি আমাদের সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করে। এই অসাম্প্রদায়িক দেশে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। মন্ত্রী আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর হস্তে ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে প্রশাসন এবং বাংলাদেশ আওয়ামী লীগ উভয়েই নিজ নিজ অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণ করবে।
গতকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে পরিবেশমন্ত্রী তাঁর বক্তব্যে এসব কথা বলেন সম্প্রতি সমাবেশর মাধ্যমে এক বার্তা পৌঁছান মন্ত্রী।