বহির্বিশ্বের কাছে সাম্প্রদায়িক দাঙ্গা দেখিয়ে সরকার ভোটের সুবিধা নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিলে এ কথা বলে মির্জা আব্বাস।
এ সময় তিনি বলেন, সরকার বিভিন্ন সংকট দেখিয়ে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতেই সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। এসব ঘটনায় দায়ের করা মামলায় অকারণে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করার অভিযোগও করেন মির্জা আব্বাস।
Drop your comments: