রাজধানীর বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে সাহাবুদ্দীন আহমদেকে তার স্ত্রীর পাশে সমাহিত করা হয়।
এর আগে এদিন সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় ঈদগাহ ময়দানে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এরপর রাষ্ট্রপতির পক্ষে সাহাবুদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব। এছাড়া প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, আওয়ামী লীগ ও বিএনপি নেতৃবৃন্দ শ্রদ্ধাজ্ঞাপন করেন।
গতকাল শনিবার বিকেলে জন্মভূমি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেমই গ্রামে নিজ বাড়ির প্রাঙ্গণে সাহাবুদ্দীন আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
Drop your comments: