সাবেক সংসদ সদস্য এম এ মতিন আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। আজ মঙ্গলবার সকাল ৯ টায় উত্তরা রেডিক্যাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঐক্যফণ্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু।
গত এক সপ্তাহ আগে তিনি ব্রেনস্ট্রোক করেন। পরে তাকে উত্তরা রেডিক্যাল হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এম এ মতিন।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ- শাহরাস্তি) নির্বাচনী এলাকার চার বারের সাবেক এই এমপি বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
হাসপাতালে গোসলের পর আজই মরহুমকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা নেয়া হবে। স্থানীয়ভাবে জানাজা শেষে টোরাগড় মুন্সিবাড়ী মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
Drop your comments: