বাংলাদেশের ফুটবলে কোচ আসে, কোচ যায়। এই আসা-যাওয়ার মিছিলে অস্ট্রিয়ান কোচ জর্জ কোটান একেবারে ভিন্ন। সাফল্য, ব্যক্তিত্ব, আন্তরিকতা সব কিছু মিলিয়ে তিনি বাংলাদেশের ফুটবলে এক বিশেষ স্থানে। সেই কোটান সম্প্রতি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ন সেপ্টেম্বর) দুপুরেই কোটানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে। বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্ট কেউ কোটানের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারলেও হাঙ্গেরি ফুটবল ফেডারেশনের মাধ্যমে অনেকে নিশ্চিত হয়েছেন পাশাপাশি কোটানের ফেসবুক অ্যাকাউন্টে একটি শোক বার্তা পোস্টকেও ভিত্তি ধরা হচ্ছে।
সেখানে মৃত্যুর দিন উল্লেখ করা হয়েছে ২৫ সেপ্টেম্বর। বাংলাদেশের শীর্ষ ক্লাব ঢাকা আবাহনী তাদের সাবেক কোচের প্রয়াণে ইতোমধ্যে ফেসবুক পেজে শোক জানিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অবশ্য এখনো কোনো শোক বার্তা দেয়নি।
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ফুটবলে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল। সেই চ্যাম্পিয়ন দলের কোচ ছিলেন কোটান। ২০০৩ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাফের চ্যাম্পিয়ন ট্রফি উঁচিয়ে ধরেছিলেন অধিনায়ক হাসান আল মামুন। সেই মামুন প্রিয় গুরুর মৃত্যুতে লিখেছেন,‘আপনি শুধু আমার কাছে কোচই নন, একজন পিতা সমতুল্য। বাংলাদেশের ফুটবলে আপনার অবস্থান চির উন্নতই থাকবে সব সময়।’