![999](https://banglaexpressonline.com/wp-content/uploads/2021/01/999-3.jpg)
আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: কলারোয়ায় এবার এক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ নিয়ে ৩ জনের মধ্যে টানাটানি শুরু হয়েছে। ওই সুযোগে দুইজন ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে।
ঘটনার বিবরণে জানা গেছে-কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের শিক্ষকদের মধ্যে দলাদলির কারণে কলেজের সুনাম ভেস্তে যেতে বসেছে। কলেজ প্রতিষ্ঠার পর থেকে ভুয়া কাগজপত্র দিয়ে একাধিক শিক্ষক নিয়োগ দেয়া হয়। যার কারণে ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে একাধিক অভিযোগে অযোগ্য শিক্ষক ও নারী লোভীদের কারণে শিক্ষার পরিবেশ একেবারে নষ্ট হতে বসে। ঠিক সেই সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয় ওই কলেজের সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগের তুতিয়া খাতুনকে।
এই সুযোগে ওই কলেজের অধ্যাপক আবুল খায়ের শিক্ষার্থীদের বিকাশ একাউন্ট খোলার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষের সিল মেরে নিজেই স্বাক্ষর করে প্রত্যয়ন পত্র দিচ্ছেন। এদিকে সদ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেয়া তুতিয়া খাতুনের বিরুদ্ধে আদালতে একটি দেং-১৮৮/২০ নং মামলা হয়। ওই মামলায় ১৩ডিসেম্বর-২০তারিখের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। একই সাথে পূর্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা খাতুনের পদ বহাল রাখেন। কিন্তু আদালতের আদেশ অমান্য করে তুতিয়া খাতুন তার সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করলেন মামলার বাদী মনিরা খাতুন। তিনি আরও বলেন আদালতে মামলা করায় আদালত তুতিয়া খাতুনের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ বিধি মোতাবেক না হওয়ার কারনে তার সকল কার্যক্রম স্থগিত করেন। এর পরেও তিনি রুপালী ব্যাংকে গত ১০জানুয়ারি কলেজের বিল জমা দেন এবং সেই বিল তিনদিন ধরে উত্তোলন করেন। এখনো পর্যন্ত তিনি কলেজের ওই চেয়ারে বসে তার সকল কার্যক্রম বহাল তরিয়াতে চালিয়ে যাচ্ছেন। তিনি এবিষয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।