আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা বাইপাস সড়কে সাদা পোশাকধারী ডিবি পুলিশ পরিচয় দিয়ে পথচারীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের উপদ্রব বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা জানান, সাতক্ষীরা বাইপাস সড়ক এখন ছিনতাইকারীদের রুটে পরিণত হয়েছে। বাইপাস সড়কে একের পর এক দিনদুপুরে ও সন্ধ্যার পর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাইকারীরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে একেক সময় একেক রুপ ধারণ করে কেউ প্রাইভেটকার ও মোটরসাইকেলে যোগে এসে বাইপাস সড়কের বিভিন্ন পয়েন্টে ফাঁকা স্থানে চলাচলের সময় সাধারণ পথচারীকে গতিরোধ করে তাদেরকে হান্ডক্যাপ পরিয়ে অথবা থানা পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়ার ভয়ভীতি এবং অস্ত্র দেখিয়ে ফাঁকা স্থানে নিয়ে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে মারধরসহ সড়কের ধারে অথবা বন বাগানে ফেলে রেখে চলে যায় বলে ভুক্তভোগীদের অভিযোগ।
জানা গেছে, চলতি বছরের ২৩ জানুয়ারি সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের আলিপুর নামকস্থানে সাদা পোশাকধারী ডিবি পুলিশ পরিচয় দিয়ে সদর উপজেলার কাশেমপুর গ্রামের মৃত মিয়ারাজ মল্লিকের ছেলে ছাগল ব্যবসায়ী রফিকুল মল্লিকের কাছ থেকে টাকা ছিনতাই করে নিয়েছে বলে ভুক্তভোগীর অভিযোগ। ভুক্তভোগী রফিকুল মল্লিক জানান, রোববার পারুলিয়া হাটে ছাগল বিক্রি করে আমি ও আমার চাচাতো ভাই সাইদ মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্য রওনা দিই। পথিমধ্যে আলিপুর চেকপোস্ট এর একশ’ গজ দুর আগে কালিগঞ্জ সড়ক টু আলিপুর সড়কের ফাঁকা স্থানে সন্ধ্যার দিকে পৌছলে দাঁড়ানো একটি নেভিকালার প্রাইভেটকারসহ সাদা পোশাকধারী অজ্ঞাত ৪জন ব্যক্তি সিগন্যাল দিয়ে আমাদেরকে গতিরোধ করে। এসময় অজ্ঞাত ৪জন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার ও সাইদের কাছ থেকে দুটি হান্ডসেট মোবাইল নিয়ে সাইদকে ওই সড়কে রেখে ডিবি পুলিশ পরিচয়দানকারীরা আমাকে ইটাগাছা পুলিশ ফাঁড়িতে যাওয়ার কথা বলে ওই প্রাইভেটকারে আমার তুলে নেয়। এরপর প্রাইভেটকারে আমাকে তুলে নিয়ে বাইপাস সড়কে পথিমধ্যে গিয়ে আমার কাছে থাকা ৩৩ হাজার টাকা তারা নিয়ে নেয় এবং আমাকে মারধরসহ আমার মোবাইল পানিতে ফেলে দেয়। তারপর তারা আমাকে বাইপাস সড়কের বকচরা মোড়স্থ সড়কের (মৌবন) কাছাকাছি নিয়ে সড়কের ড্রেনে আমাকে ফেলে দিয়ে ওই অজ্ঞাত ৪জন ব্যক্তি তাদের নেভিকালার প্রাইভেটকার যোগে বাইপাস সড়ক টু যশোর-খুলনা সড়কের দিকে চলে যান। পরে আমার পরিবারের লোকজন সংবাদ পেয়ে ছুটে আসে এবং ঘটনাটি আমি সাতক্ষীরা থানা পুলিশকে জানালে ওই রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এবিষয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার বলেন, রবিবার আলিপুর কালিগঞ্জ সড়কে এক ছাগল ব্যবসায়ীর তুলে নিয়ে টাকা ছিনতাই করে নেওয়ার বিষয়ে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমি ও আমার ওসি স্যারসহ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ছিনতাইকারী গ্যাং কারা বিষয়টি তদন্ত চলছে। বাইপাস সড়কে যে সব ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। ইতোপূর্বে থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে এসব ঘটনার সাথে জড়িত অনেকের গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে বাইপাস সড়কে দিনদুপরে ও সন্ধ্যার পর সাধারণ মানুষের চলাচলের নিরাপত্তার স্বার্থে বাইপাস সড়কে পুলিশ টইলের ব্যবস্থাসহ এপর্যন্ত যত ছিনতাই হয়েছে ছিনতাইকারীদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য উদ্ধর্তন পুলিশ পরিদর্শকের কাছে জোর দাবি জানান বাইপাস সড়কের সাধারণ পথচারীরা।