আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ,কাজ শেষ হওয়ার আগেই রাস্তার ধ্বসে পড়ছে বলে জানান স্থানীয়রা।
এব্যাপারে সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হকের নিকট জানতে চাইলে তিনি মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান-আমি রাস্তাটি দেখেছি, ঠিক মতো কাজ না করার জন্য ঠিকাদার আবু বিল্লালকে গত অর্থ বছরের বিল দেওয়া হয়নি। রাস্তা তৈরির কাজ ঠিক মতো করলে আগামী অর্থ বছরের বাজেট থেকে বিল দেওয়া হবে।
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের শুকদেবপুর গ্রামের গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে হেরিংবন্ড রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। যে কারণে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই রাস্তা ধ্বসে পড়ছে বলে জানান স্থানীয়রা। রাস্তার পাশ দিয়ে সরকারি নিয়ম বহির্ভুতভাবে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় এবং সিডিউল অনুযায়ী দু’পাশে ৩ ফুট করে মাটি ভরাট করে পাইলিং না করার ফলে সমাপ্ত হওয়ার আগেই রাস্তাটি ধ্বসে যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সরেজমিনে জানা গেছে, সুকদেবপুর গ্রামের নিত্যানন্দর ঘের হতে মাজেদের ঘের পর্যন্ত ৮০০ মিটার রাস্তা নির্মাণে ঠিকাদার মো. আবু বিল্লাল ও স্থানীয় মহিলা মেম্বর সালমা সুলতানা শিল্পীর যোগসাজোসে অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত ঐ রাস্তার কাজ সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে সম্পূর্ণ দায়সারাভাবে কাজ শেষ করেছে। রাস্তা নির্মাণের নামে হরিলুট হওয়ায় নির্মাণ কাজ শেষ হতে না হতেই রাস্তার দু’পাশ ধ্বসে পড়তে শুরু করেছে। অথচ রাস্তার পাশে ৩ ফুট করে মাটি ভরাট করে পাইলিং করার কথা সিডিউলে থাকলেও তা করা হয়নি বলে স্থানীয় এক জনপ্রতিনিধি জানান। বিষয়টি জানতে চাইলে ঠিকাদার আবু বিল্লাল মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান-আমি ১০টাকা ফুটে মহিলা মেম্বরের নিকট থেকে বালু ক্রয় করেছি। তিনি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করলেও এখানে আমার কিছু করার নেই, তাছাড়া ঐ রাস্তার কাজ এখনো শেষ হয়নি। অথচ তিনি বিল উত্তোলনের জন্য উঠে পড়ে লেগে গেছে বলে জানা গেছে। এবিষয়ে জানতে চাইলে স্থানীয় মহিলা মেম্বর সালমা সুলতানা শিল্পী মুঠোফোনে জানান-আমরা রাস্তাটি নিয়ে খুব সমস্যায় আছি। ঠিকাদার আবু বিল্লাল কারোর ফোন ধরে না। আমরা বিষয়টি তাকে জানিয়েছি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাও কথা বলেছেন কিন্তু কোন প্রতিকার হচ্ছে না। তিনিও চেষ্টা করছেন।
সচেতন এলাকাবাসী অবিলম্বে সরেজমিনে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।