ইতিহাসের সম্ভাবনা জাগে সাউথ আফ্রিকা সিরিজের প্রথম ওয়ানডেতে। সে ইতিহাসের নতুন অধ্যায় যুক্ত হলো শেষ ম্যাচে।
তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশ বাগিয়ে নিয়েছে ৯ উইকেটের বড় জয়। আর তাতে প্রথমবারের মতো সাউথ আফ্রিকার মাটিতে তাদের হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় করল বাংলাদেশের।
বাংলাদেশ ঐতিহাসিক সিরিজ জয়ের ভিত গড়ে নেয় প্রথম ইনিংসেই। তাসকিন আহমেদ তার বোলিং তোপে গুড়িয়ে দেন প্রোটিয়াদের দুর্দান্ত ব্যাটিং লাইনআপ। আর সেই সুবাদে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫৫ রানের।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বিপদের হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ। ইনিংসের চতুর্থ বলে কাগিসোর রাবাডার ডেলিভারিতে ক্যাচ তুলে দিয়েছিলেন এক রান করা লিটন দাস।
Drop your comments: