দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা জেলা বিএনপি। মানববন্ধনে উপস্থিত নেতারা বক্তব্যে দ্রব্যমূল্যের জন্য সরকারকে দায়ী করেন। মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দুর্নীতির মাধ্যমে ক্ষমতাসীন দলের সিন্ডিকেট জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। এছাড়া সরকারের পাপের বোঝা অনেক ভারী বলেও মন্তব্য করেন তিনি।
গয়েশ্বর বলেন, যতই ছল চাতুরি করুক তাদের ক্ষমতায় থাকার মেয়াদ শেষ। রাজপথ দখল করে সরকারকে বিদায় করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
এছাড়া বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের কথা তোয়াক্কা না করেই নিত্যপণ্যের মূল্য বাড়াচ্ছে সরকার। সুন্দরবনকে উজারের মাধ্যমে জলবায়ুকে বিপন্ন করে প্রধানমন্ত্রীর কপ সম্মেলনে যোগদান জনগণের সঙ্গে পরিহাস। পরিবেশ সুরক্ষায় সরকারের কোনো পদক্ষেপ নেই বলেও মন্তব্য করেন তিনি।
ভারতের চাল রফতানি বন্ধ প্রসঙ্গে রিজভী সরকারের সাথে ভারতের সম্পর্ককে দায়ী করেন। তিনি প্রশ্ন তোলেন, ভারতের সাথে সুসম্পর্ক থাকলে কেন তারা চাল রফতানি বন্ধ করলো? জনগনের সমস্যা সমাধানে সরকারের কোনো আন্তরিকতা নেই বলেও মন্তব্য করেন তিনি।