![InShot_20231004_201537327](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/10/InShot_20231004_201537327.jpg)
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার ভয় পেয়েই এখন স্বীকার করে নিয়েছে তলে তলে আপস হয়ে গেছে। কি বুঝাতে চাচ্ছেন, পরিষ্কার করে জানতে চাই। দিল্লি কি অপকর্ম করতে বলেছে? তারা কি বলেছে জোর করে নির্বাচনের ঘোষণা করে দাও?’
রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আজ বুধবার (৪ অক্টোবর) বিকেলে পেশাজীবীদের এক কনভেনশনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ এতো বেশি পা চাটা হয়ে গেছে যে তাদের সাধারণ সম্পাদক বলেন, তলে তলে আপস হয়ে গেছে। তাহলে স্বীকার করলেন, এতদিন আপস ছিল না। আপনাদের মতো এতো বড় মিথ্যাবাদী পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। এর আগে, তাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিল আলোচনা হয়েছে। আসলে কোনো আলোচনা হয়নি। বৈঠকও হয়নি। ছবি তোলার জন্য কত লবিং করেছে সেটা সবাই জানে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘সারা বিশ্ব গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপে দেখতে চায়। তারা স্পষ্ট করে বলে দিয়েছে, ২০১৪ ও ২০১৮ সালেও কোনো নির্বাচন হয়নি। এবারও তাদের (আওয়ামী লীগ) অধীনে কোনো নির্বাচন হতে পারে না। তাদের অধীনের কোনো নির্বাচনকে কখনও বৈধতা দেওয়া হবে না।’
লন্ডনে শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘তার কথা এত কুরুচিপূর্ণ যা নিন্দা জানানোর ভাষা নেই। তবে, তিনি তার বক্তব্যে কয়েকটি সত্য কথা বলে দিয়েছেন। তা হলো, এদেশে যা কিছু ঘটে তা শেখ হাসিনার নির্দেশে ঘটে। এদেশে বিচার বিভাগের কোনো প্রয়োজন নেই। শেখ হাসিনার সিদ্ধান্তই হলো সিদ্ধান্ত। এখন শেখ হাসিনা নিজেকে নিজে সম্রাট ঘোষণা করে দিলে পারেন।’
খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা বলেন, ‘আমাদের নেত্রী স্পষ্ট করে বলে দিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সঙ্গে কোনো আপস নেই। কোনো শর্ত নেই। ১/১১ এর সময় অন্যরা দেশের বাইরে গেছে। কিন্তু, খালেদা জিয়া দেশের মাটি ছেড়ে যাননি।’