পত্রিকায় প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন ও প্রতিবেদক সেলিম সরকারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। সৌমিত্র সরদার নামে এক আইনজীবী বাদী হয়ে এই মামলাটি করেন।
শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ব্যারিস্টার সৌমিত্র সরদার নামে একজন আইনজীবী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় আসামি হলেন দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দীন ও প্রতিবেদক সেলিম সরকার।’
গত ২৬ জুন ইনকিলাবের অনলাইন সংস্করণে প্রকাশিত ‘এইচ টি ইমামকে সরিয়ে দিন’ শীর্ষক রিপোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, জাতীয় সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সম্পর্কে চরম আক্রমণাত্মক, মিথ্যা, বিকৃত ও মানহানিকর তথ্য প্রদান করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ্য করেন বাদী সৌমিত্র সরকার। এজাহারে আরও বলা হয়, ওই রিপোর্টের মূল উদ্দেশ্য হচ্ছে দেশে-বিদেশে আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে দেশের অভ্যন্তরে একটা নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি করা।
এতে আর বলা হয়, ওই প্রতিবেদনের মন্তব্যগুলো ঔদ্ধত্যপূর্ণ, মিথ্যা, অপমানজনক, বিকৃত, মানহানিকর ও আক্রমণাত্মক। তথ্যগুলো মিথ্যা বলে জানা সত্ত্বেও বিবাদীরা সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসেবে তা প্রচার করছে। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা ও মেধা নিয়ে প্রশ্ন তুলে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। ফলে ন্যায় বিচারের স্বার্থে বিবাদীদ্বয়ের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে’ বলে এজাহারে উল্লেখ করা হয়।