ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর প্রেসএসোসিয়েশন এর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন জাতীয় পত্রিকা ও মিডিয়ার সাংবাদিকগন তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক নাগরিক দাবির নির্বাহী সম্পাদক হায়দার খান।
উক্ত আলোচনা সভায় বিভিন্ন সাংবাদিকগন সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক এর বিরুদ্ধে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মুক্তিযুদ্ধের সপক্ষে দেশ ও জাতির উন্নয়নে এগিয়ে যাওয়ার জন্য সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নিজেদের আপোষহীন ভূমিকা পালনে অঙ্গীকার বদ্ধ বলে মত প্রকাশ করেন। এ সময় ফরিদপুর প্রেস এসোসিয়েশন এর সভাপতি হায়দার খান ও সাধারন সম্পাদক ডেইলি অবজারভার এর জেলা প্রতিনিধি মো: আমিনুল ইসলাম বাবু বক্তব্যে বলেন, সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক, টেন্ডারবাজ, এর বিরুদ্ধে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এবং পুলিশ সুপার আলিমুজ্জামান এর নেয়া বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে ফরিদপুরের সকল মানুষের কাছে আস্থা অর্জন করেছেন। করোনা ও বন্যা মোকাবেলায় তাদের অংশগ্রহন ও পদক্ষেপ ছিল সকলের কাছে প্রশংসনীয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক ডিপুটি কমান্ডার শামসুদ্দীন মোল্লা, মো: ইব্রাহীম, এসএম আকাশ, মো: রবিউলহাসান (রাজিব), মো: রিফাত ইসলাম, মো: জিল্লুর রহমান রাসেল, মো: ইনামুল হাসান মাসুম, মো: আলমগীর হোসেন, কবি ও সাহিত্যিক আব্দুর রাজ্জাক রাজা, মজিবুর রহমান, মো: ফারুক আহম্মেদ বাবলু, মো: আবুল কালাম আজাদ, কে এম সাঈদ হাসান, এ কে রফিক উদ্দিন আহম্মেদ, মেহেদী হাসান, শিতাংশু ভৌমিক অংকুরসহ ফরিদপুরে কর্মরত সাংবাদিক ও লেখক বৃন্দ।