আগামী জাতীয় নির্বাচন পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও যথাসময়ে সংবিধান অনুযায়ী হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা জেলার ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সময়ে সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। এ সময় ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে কোনো লাভ নেই। তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে আছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি আন্দোলনের রূপরেখা তৈরি করবে। কিন্তু তাদের আন্দোলনের নেতা কে এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনেরও নেতা নেই, নির্বাচনেও নেতা নেই। এ সময় ওবায়দুল বলেন, বিএনপি শেখ হাসিনার জনপ্রিয়তাকে ভয় পায়। তাই তারা এখন নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু বিএনপির সকল বিষোদগার আর অপপ্রচারের জবাব শেখ হাসিনা সরকারের উন্নয়নের মাধ্যমে দেয়া হবে বলেও জানান তিনি।