তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ রোববার (৩০ অক্টোবর) দিনে উপজেলা প্রশাসন ও বিএসটিআইসডহ শ্রীমঙ্গল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জ্বালানি তেল কম দেয়ার অপরাধে উপজেলার সাঁতগাও অবস্থিত সম্রাট ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ও তা আদায় করা হয়। এসময় বিএসটিআই ইন্সপেক্টর সুমন সাহা উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল।
জ্বালানি তেল ভোক্তাদের ওজন নিশ্চিতে দিতে এ অভিযান পরিচালনা করা হয়। কর্মকর্তা আরো বলেন এমন অনিয়মের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা আমাদের অভিযান পরিচালনা চালিয়ে যাবো।
Drop your comments: