তিমির বনিক, মৌলভীবাজার থেকে: মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন- শহরতলীর শাহীবাগ এলাকার আবিদুর রহমান সোহেল ও সদর ইউপি পূর্ব শ্রীমঙ্গল এলাকার মুজিবুর রহমান ইমান।
রোজ শুক্রবার (১১ মার্চ) রাতে শাহীবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৩টি রামদা, ১টি চাপাতি, ১টি চাকু, ১টি স্টিলের তৈরি ধারালো করাত, ১টি ধারালো দা ও ১টি স্টিলের তৈরি লাঠি উদ্ধার করে জব্দ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম অর রশিদ তালুকদার বলেন, ডাকাতির প্রস্তুতির এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে দুই ডাকাত’কে গ্রেপ্তার করেছি। তাদের নিকট থেকে ডাকাতি করার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানের সময় ডাকাত তাদের সাথে থাকা আরও ৭ থেকে ৮ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। বাকি ডাকাতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত। আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।