তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: শুদ্ধাচারে মৌলভীবাজারে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজার সদরের সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ।
”সুখী-সমৃদ্ধ সোনার বাংলা” গড়ার প্রত্যয়ে এবং রাস্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে যুবদের জীবনমান উন্নয়নে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত সার্বিক যুব কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজার সদরের সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমেলন্দু কুমার দাশ পুরস্কৃত হন।
জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ শুদ্ধাচার চর্চায় মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা ক্যাটাগরীতে সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক তার হাতে তুলে দেওয়া হয়।
তিনি অত্যন্ত সৎ ও নিষ্ঠার পাশাপাশি সুনামের সাথে যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজার সদরের সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।