শেরপুর জেলার নালিতাবাড়ীর গারোপাহাড়ি এলাকায় চিপস খাওয়ার লোভ দেখিয়ে উপজাতি একশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত চিথন নকরেক (১৮) নামে এক উপজাতি কিশোরকে পুলিশ গ্রেফতার করেছে। আজ শনিবার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুরে এবং ধর্ষকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ধর্ষিতার পরিবার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম কালাপানি গ্রামের রবিন চিরানের কিশোর ছেলে চিথন নকরেক বাতকুচি গ্রামের লেরিসন চিসিমের ছয় বছর বয়সী কন্যা শিশুকে চিপস কিনে দেওয়া কথা বলে বাড়ির পাশের লিচু বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে গতকাল শুক্রবার স্থানীয়দের সহযোগিতায় থানায় অভিযোগ দায়ের করলে রাতেই অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানায়, শিশুটির পিতা বাদী থানায় হয়ে মামলা করেছেন। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আজ শনিবার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।