নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে গতকাল থেকে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রথমদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০-৩০ শতাংশ শিক্ষার্থীরা ক্লাস করেছে।
এদিকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে দেশটির সরকার খুবই সচেতন ও সজাগ। আজ আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, “আমিরাত শিক্ষা ক্ষেত্রে গতবছর নতুন মাইলফলকে পৌঁছেছে। আমিরাত থেকে মঙ্গলগ্রহ ও চাঁদে নভোচারী পাঠানর মাধ্যমে বিজ্ঞান শাখায় ছাত্র-ছাত্রীরা যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে।”
তিনি আরো বলেন, “বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে কয়েকমাস স্কুল বন্ধু থাকার পর চালু হয়েছে। এই সময়ে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এখন অগ্রাধিকার পাবে। “
Drop your comments: