শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা তুলে নেয়ার বিষয়ে আলোচনা হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ (২৬ জানুয়ারি) শাবিপ্রবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে গণমাধ্যমের কাছে ব্রিফ করার এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সন্তানেরা আর অনশন করবে না, এটা আমাদের জন্য বিশাল এক মুক্তির ব্যাপার। তাছাড়া, শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, সেগুলো থাকবে না। সেই মামলাগুলোর নিষ্পত্তির ব্যাপারে কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো আমরা। এই মামলাগুলো যেন কোনোভাবেই শিক্ষার্থীদের অ্যাকাডেমিক জীবনে কোনো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে মনোযোগ থাকবে আমাদের।
চলমান আন্দোলনে শিক্ষার্থীদের অর্থ সহায়তা দেয়ায় শাবিপ্রবির ৫ সাবেক শিক্ষার্থীকে কারাগারের প্রেরণ সম্পর্কে শিক্ষামন্ত্রী জানান, তাদের জামিন মঞ্জুর করা হয়েছে।