![44](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/12/44-1.jpg)
রাজধানীর হযরত শাহজালাল বিমান বন্দরের জরুরি পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নিতে বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মধ্যে বৈঠক হয়েছে।
বৃহস্পতিবার সেনানিবাসে বিমান বাহিনীর সদর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিভিন্ন এক্সারসাইজের অংশ হিসেবে ‘এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ -২০২০’ এ বাংলাদেশ বিমান বাহিনীর অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী সদর দফতরে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
Drop your comments: