সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে করোনা পরীক্ষার স্থান পরিবর্তন করা হয়েছে। এখন থেকে বিমানবন্দরের কার পার্কিং ভবনের দ্বিতীয় তলায় আরটি-পিসিআর পরীক্ষা হবে।
শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাতটা থেকে বিমানবন্দরের বহুতল কার পার্কিং-এর ছাদে করোনা পরীক্ষা শুরু হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতে যেতে শাহজালাল বিমানবন্দরে যে করোনা পরীক্ষা করা হয়, তার স্থান পরিবর্তন করা হয়েছে। এখন থেকে পার্কিং ভবনের দ্বিতীয় তলায় আরটি-পিসিআর পরীক্ষা হবে।
যদিও আমিরাত প্রবাসীদের প্রথমে বিমানবন্দরে পার্কিং ভবনের ছাদে করোনার পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এতে আপত্তি ছিল পরীক্ষাগার স্থাপনে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর। এই সংকট নিরসনে পরে বিমানবন্দরের ভেতরেই অস্থায়ীভাবে পরীক্ষাগার স্থাপন করা হয়।
তবে বিমাবন্দরের ভেতরে জায়গা সংকটের কারনে আমিরাতগামী যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এমনকি ঘণ্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এজন্য বিমানবন্দরে করোনা পরীক্ষার ফল দিতে অনেক সময় দেরি হতো।
সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের যাত্রার ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে করোনা পরীক্ষা করাতে হয়। পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলেই তাঁরা দেশটিতে যাওয়ার অনুমতি পান। এছাড়া ফ্লাইটের ৪৮ ঘন্টার মধ্যে বাইরে থেকে করোনা পরীক্ষা করাতে হয়।