মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শায় মাছের ঘের থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা সহ মোঃ সাগর হোসেন(২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। গ্রেফতার মাদক ব্যবসায়ী সাগর ধান্যখোলা গ্রামের শাহাজুল ইসলাম এর ছেলে।
মঙ্গলবার(১ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃতে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে শার্শা থানাধীন জেলে পাড়া সাকিনস্থ মোস্তফার মাছের ঘেরের পাশ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
যশোর র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন আমাদের প্রতিনিধিকে গ্রেফতার আসামী সহ মাদক উদ্ধার এর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১৯ (ক) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।