মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: গতকাল রাতে শার্শা প্রেস ক্লাবের পাশে বিচলি গাদায় ফেলে রেখে যাওয়া এক দিন বয়সের শিশুটি প্রশাসনের হস্তক্ষেপে এক পরিবারের কাছে আশ্রয় মিলেছে।
শিশুটি উদ্ধারের খবর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ গণমাধ্যমে ছড়িয়ে পড়লে রবিবার ৬ জন নিঃসন্তান দম্পত্তি এ শিশুটিকে পাওয়ার আবেদন করে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে ৬ জনের ইন্টারভিউ নিয়ে সহকারী কমিশনার (ভূমি) আর্থিকভাবে স্বচ্ছল যশোর সদরের রিক্তা খাতুন নামে একটি পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করেন।
এসময় শিশুটির নামে ১০ শতক জমির দলিল রেজিস্ট্রি করানোর প্রতিশ্রুতি নেওয়া হয় ও পরিবারের থেকে। এ বিষয়ে আগামীকাল দলিল রেজিস্ট্রি হবে মর্মে পরিবারটি মুচলেকা সম্পাদন করেন।
শিশুটিকে অভ্যর্থনা জানাতে নতুন বাবা-মার পাশাপাশি দাদা ও নানাও আসেন সেখানে। তাৎক্ষণিক শিশুটির দাদা তার নাম রাখে আব্দুর রহিম।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি বলেন, মহান আল্লাহ সকল শিশুর হেফাজতকারী। মায়ের কোলে যত্নে থাকুক আব্দুর রহিম। আমরা তার সুন্দর ভবিষ্যৎ কামনা করি।