মো. রাসেল ইসলাম, যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শাহাজামাল বাবু নামের এক ব্যক্তিকে মারপিট দাড়ি টেনে ছিড়ে দিয়েছে শফিকুল ইসলাম পাপ্পু নামে এক ট্রাক ড্রাইভার।
সোমবার বিকালে উপজেলার শ্যমলাগাছী শ্যামলী তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এবিষয়ে দু’পক্ষই একে অপরের প্রতি দোষারোপ করে রাতে শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সরজমিনে তথ্য অনুসন্ধানে জানা যায়, ১৩ই জুন সোমবার বিকালে ড্রাইভার পাপ্পু শ্যামলী তেল পাম্প থেকে তেল নিয়ে বের হওয়ার সময় ট্রাকের সামনে দাড়িয়ে ট্রাকটি থামান বাবু।
এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে শাহাজামাল বাবুর অনেক গুলো দাঁড়ি ছিড়ে ফেলেন শফিকুল ইসলাম পাপ্পু। এবং লাথি ও কিল-ঘুষি দিয়ে আহত করে।
ঘটনার তদন্ত পূর্বক জানা যায়, শাহাজামাল বাবুর ছেলে শান্তর শ্যামলী পাম্পের সামনে একটি মবিল পার্টসের দোকান আছে সেই সূত্রে ঢাকা মেট্রো ট- ২৪-৪২৩৯ ট্রাক মালিকের কাছে দোকানের বিল বাবদ ১৭ হাজার টাকা পাওনা ছিলো।
কিন্তু পরবর্তীতে ট্রাকের পূর্বের মাহাজন মমিন উদ্দিন ট্রাকটি পাপ্পুর কাছে বিক্রয় করে দেন।
ভুলবশত বাবু ঐ টাকার জন্য পাপ্পুর সাথে দ্বন্দে জড়িয়ে পড়েন এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুপক্ষের লোকই আহত হয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
এবিষয়ে শাহাজামাল বাবু বলেন, পাওনা টাকা আদায় করতে গিয়ে আমার দাঁড়ি ছিড়ে দিয়েছে এবং পিটিয়ে আহত করেছে। আমি এর সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি।
এবিষয়ে শফিকুল ইসলাম পাপ্পু তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন এবং রাতে তিনিও থানায় একটি অভিযোগ করেছেন বলে জানান।
এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন,শ্যমলাগাছীর মারামারির ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।