মো. রাসেল ইসলাম: যশোরের ঝিকরগাছার থানা এলাকা থেকে চার কেজি ভারতীয় গাঁজাসহ শার্শা ইউনিয়নের সাবেক মেম্বার মো.কুতুবউদ্দিন সরকার (৪৮) কে আটক করেছে র্যাব সদস্যরা।
সোমবার (৩০ আগস্ট) ঝিকরগাছা থানাধীন ফতেপুর খালাসী পাড়া এলাকা থেকে তাকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। আটক শার্শা ইউনিয়নের সাবেক মেম্বার মো.কুতুবউদ্দিন সরকার পানতাপাড়া গ্রামের মৃত আঃ সাত্তারের ছেলে।
যশোর র্যাব-৬ ক্যাম্পের কোম্পানী কমান্ডার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চার কেজি গাঁজাসহ শার্শার সাবেক মেম্বার কুতুবউদ্দিন কে হাতেনাতে আটক করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
Drop your comments: