মো. রাসেল ইসলাম: যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শার বাগুড়ী বেলতলা আমের বাজারের পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় নাইম হোসেন (২৬) নামে এক চাঁদাবাজকে হাতে নাতে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১জুন) রাত ৯টার সময় উপজেলার বাগুড়ী বেলতলা আমের বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে চাঁদাবাজির বিভিন্ন রশিদ আদায় করেছে পুলিশ।
আটক নাইম কলারোয়া উপজেলার গোলচাতর এলাকার সাইফুল ইসলামের ছেলে।
এ বিষয়ে শার্শা থানার ওসি আকিকুল ইসলাম জানান, বাগুড়ী বেলতলা আমের বাজারে অভিযান চালিয়ে চাঁদা আদায়ের রশিদ সহ এক যুবককে আটক করা হয়। আসামী নাইমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Drop your comments: