মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শায় আইনশৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১এপ্রিল) শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী হাফিজুর রহমান,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুর ইসলাম,উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল,বাহাদুরপুর ইউনিয়ানের চেয়ারম্যান মোঃমিজানুর রহমান,পুটখালি ইউনিয়ানের চেয়ারম্যান আঃ গফাফার সরদার, গোগা ইউনিয়ানের বর্তমান চেয়ারম্যান মোঃআব্দুর রশিদ,পুলিশ ও বিজিবি সদস্যরা সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।