বাংলা এক্সপ্রেস প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মানে বাংলাদেশ। বঙ্গবন্ধুকে অস্বীকার করে কেউ নিজেকে দেশ প্রেমিক বলতে পারে না৷ যদিও বর্তমান সময়ে হাইব্রিড বঙ্গবন্ধু প্রেমিক দেখা যাচ্ছে। রাজনৈতিক ও সামাজিক ফায়দা হাসিলের লক্ষ্যে বঙ্গবন্ধুকে ভালোবাসার মধ্যে কোনো সার্থকতা নেই৷
গতকাল বুধবার সংযুক্ত আমিরাতে বাংলাদেশ সমিতি শারজার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বুধবার বঙ্গবন্ধু হলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
বাংলাদেশ সমিতি শারজাহ শাখার কার্যালয়ে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনির সভাপতিত্বে ও আব্দুল মান্নানের সঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন মাহতাবুর রহমান নাসির সিআইপি, ইফতেখার হোসেন বাবুল সিআইপি, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, আবিদা হোসেন, রাজা মল্লিক, শাহদাত হোসেন, শাহ মাকসুদ, কাজী মোহাম্মদ আলীসহ অনেকে।
উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ, বদিউল আলম, ইমাম হোসেন জাহিদ পারভেজ, আবুল বাশারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন শফিকুল ইসলাম। কুরআন তেলাওয়াতের পরপরই দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।