![InShot_20220102_123020312](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/01/InShot_20220102_123020312-scaled.jpg)
সংযুক্ত আরব আমিরাতের নিয়মানুযায়ী নতুন সপ্তাহ শুরু হওয়ার পরেও শারজায় জুমার খুতবা এবং নামাজের সময় পরিবর্তন হবে না বলে জানিয়েছেন শারজাহ কর্তৃপক্ষ।
আমিরাত সরকার গত মাসে নতুন আড়াই দিনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে। নতুন বছর থেকে জুমার নামাজের সময় ১টা ১৫ মিনিটে নির্ধারণ করা হয়েছে। সরকারি বিভাগ এবং স্কুলগুলোর জন্য, শনিবার, রবিবার এবং শুক্রবার অর্ধ দিন করা হয়।
এদিকে শারজায়ে শুক্রবার, শনি ও রবিবার মোট তিন দিনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে। তাই শুক্রবারের নামাজের সময় অপরিবর্তিত থাকবে।
Drop your comments: