নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের শারজার আল কাসেমিয়া হাসপাতালের পাশে আল কাদিসিয়ার আবাসিক এলাকার ১৮৫ বাড়ি থেকে ৩৯৩৬ ব্যাচললে স্থানান্তর করা হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) সকালে শারজাহ পুলিশ ও পৌরসভার প্রশাসনের যৌথ অভিযানে তা বাস্তবায়ন করা হয়। এর আগে ২৭ সেপ্টেম্বর শারজাহ টেলিভিশনের মাধ্যমে একাধিক পরিবার প্রশাসনের কাছে আল কাদিসিয়া এলাকা থেকে ব্যাচেলর সরানোর আহ্বান জানায়।
শারজাহ পুলিশ প্রধান মেজর সাইফ আল জিরি আল শামসি জানান, ‘১৮৫ বাসা থেকে আজ ব্যাচেলর বের করার পাশাপাশি আরো ১৬১ বাসা চিহ্নিত করা হয়েছে। আজ যাদের বের করা হয়েছে তাদের অধিকাংশই লেবার ও বিভিন্ন দেশের নাগরিক।’ শারজাহ পৌরসভার প্রশাসক থাবিত আল তোয়াইফি বলেন, বিভিন্ন পরিবারের অভিযোগের ভিত্তিতে শারজাহ সরকার এমনটা করতে নির্দেশ দেয়। মানুষের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলার স্বার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।