শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে পাচার করতে গিয়ে দুই এশিয়ান স্বর্ণের বার সহ আটক করেছে শারজাহ বিমানবন্দর প্রশাসন।
আজ সোমবার (১৯ অক্টোবর) পারফিউমের বক্সে করে বিভিন্ন মেটেরিয়াল ব্যবহার করে ১.৬ কেজি স্বর্ণের বার পাচার করতে গিয়ে দুই এশিয়ানকে আটক করেছে পুলিশ। ব্রিগেডিয়ার ইউনুস আল হাজরি স্থানীয় গণমাধ্যমে জানান, ‘অবৈধভাবে শারজাহ বিমানবন্দর দিয়ে স্বর্ণ পাচারের সময় তাদের আটক করা হয়েছে।’ অবৈধ চোরাকারবারিকে আটক করতে কোথাও এমন অবৈধ কার্যক্রম দেখলে ৯৯৯ ও ০৬৫৬৩২২২২ নম্বরে যোগাযোগ করতে শারজার সকল নাগরিককে আহ্বান জানান।
উল্লেখ্য, গালফ নিউজে এশিয়ান নাগরিক লিখলেও কোন দেশের তা জানানো হয় নি।
Drop your comments: