শারজাহ পৌরসভা এই বছর রমজানে দিনের বেলায় রেস্টুরেন্টে অমুসলিম গ্রাহকদের কাছে খাবার বিক্রর অনুমতি দিয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় শারজার খাদ্য নিয়ন্ত্রণ বিভাগটি রমজানে দিনের বেলাতে অমুসলিম সম্প্রদায়ের কাছে খাবার সরবরাহের এই ঘোষণা দেয়। তারা জানায় অমুসলিম কমিউনিটির আবেদনের প্রেক্ষিতে মানবিক দৃষ্টিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
খাবার সংগ্রহের সময় স্বাস্থ্যবিধি অমান্য করা যাবে না। আমিরাতের করোনার সকল নিয়ম মেনে রেস্টুরেন্টে অমুসলিমদের কাছে খাবার বিক্রি করতে হবে।
Drop your comments: