সংযুক্ত আরব আমিরাতে প্রকৌশলীদের সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি দুবাই ও উত্তর আমিরাতের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ এপ্রিল) শারজায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের প্রথম সচিব ফকির মনোয়ার হোসেন।
সংগঠনের সভাপতি খোন্দকার মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কনস্যুলেটের দ্বিতীয় সচিব মোজাফ্ফর হোসেন, দুবাই জনতা ব্যাংকের ম্যানেজার আব্দুল মালেক, বুলবুল আহমেদ মুকুল, হাজী আব্দুর রব, জাহাঙ্গীর হোসেন, কারিমুল হক প্রমুখ।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের অনেক ডিমান্ড। দেশ থেকে সাধারণ ভিসার পাশাপাশি কিছু অভিজ্ঞ ও চৌকস ইঞ্জিনিয়ার আসা জরুরি। এতে করে দেশের রেমিট্যান্স বৃদ্ধিতে প্রভাব পড়বে।
ইফতারের আগে ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলম হুসাইনের পরিচালনায় শিশুদের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিচারক ছিলেন প্রকৌশলী মইনুল ইসলাম৷
আরও বক্তব্য রাখেন, শামসুল আলম, জাকির হোসেন, তোফাজ্জেল হোসেন , মোঃ আলমগীর হোসেন, আব্দুল মান্নান, আবু তাদের ভূইয়া, মোঃ হাবিবুল্লাহ , জাহাঙ্গীর আলম রুপু , জহুর হোসেন শাহীন, মোঃ আক্তরুজ্জামান, আবুল কালাম আজাদ, মোস্তফা ই কাদির, রফিকুল ইসলাম।