![FB_IMG_1671006356457](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/12/FB_IMG_1671006356457.jpg)
শোকাবহ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটিতে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা।
বুধবার সকাল পৌঁনে নয়টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রেক্ষাপট নিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘যে বাংলাদেশের জন্য বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছেন সেই বাংলাদেশকে আমরা পুনরুদ্ধার করতে চাই। বহু মানুষের প্রাণ দিতে হয়েছে, মা বোনদের ইজ্জত দিতে হয়েছে সেই বাংলাদেশকে আমরা পুনরুদ্ধার করতে চাই। শহীদ বুদ্ধিজীবীরা যে চেতনার জন্য প্রাণ দিয়ে গেছেন সেই চেতনাকে আমরা পুনরুদ্ধার করতে কাজ করছি।’
আব্দুল মঈন খান বলেন, ‘একাত্তরের দোসরের দল জাতিকে মেধাশূন্য করতে, চিরতরে ধ্বংস করতে ১৪ ডিসেম্বরের নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল। তারা ভালো করে জানতো, সেই শিক্ষিত বুদ্ধিজীবীদের হত্যা করতে পারলে বাংলাদেশকে মেরুদণ্ডহীন করা যাবে।’