![InShot_20220408_162813902](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/04/InShot_20220408_162813902-scaled.jpg)
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় ৫০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাজা সহ মাদক ব্যবসায়ী রাজু হাওলাদার (২৫) কে আটক করা হয়েছে । বৃহস্পতিবার রাতে উপজেলার চালরায়েন্দা বাস ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বাগেরহাট ডিবি পুলিশ তাকে আটক করে।
সে ঐ গ্রামের শহিদুল হাওলাদারের ছেলে। এজাহার সূত্রে জানা যায়, আটক রাজু হাওলাদার দীর্ঘদিন ধরে চালরায়েন্দা বাস ষ্ট্যান্ড ও তাফালবাড়ি বাজার এলাকায় ইয়াবা ও গাজা সহ মাদক সেবন ও ব্যাবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার চালরায়েন্দা বাস ষ্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
শরণখোলা থানার নবাগত অফিসার ইনচার্জ ইকরাম হোসেন বলেন, এ ঘটনায় বাগেরহাট ডিবি পুলিশের এস আই জমারত আলী বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন ।