নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে করোনা আক্রান্ত রমজান আলী খোকন (৩৫) নামের ব্যবসায়ীকে দোকান থেকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) দুপুরে তাকে আটক করে পুলিশ আইসোলেশন সেন্টারে নিয়েছে। তিনি গত ১০ জুলাই করোনা পরীক্ষায় পজেটিভ রোগী হিসেবে শনাক্ত হন। তিনি বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডে নয়ন হাজী বাড়ীর লোকমান হোসেনের ছেলে।
গত ১০ জুলাই তার করোনায় রিপোর্ট পজেটিভ আসার পর তার বাড়ী কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিমের নেতৃত্বে ওই বাড়ী লকডাউন ঘোষণা করে তাকে নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কিন্তু বুধবার দুপুরে পুলিশ খবর পায়, তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ব্যবসা পরিচালনা করছেন।
পরে বসুরহাট বাজারের জিরো পয়েন্টে আরডি শপিংমলে তার ব্যবসা প্রতিষ্ঠান “মায়ের দোয়া টেইলার্স এন্ড বোরকা হাউজ” থেকে তাকে আটক করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে করোনা আক্রান্ত ব্যক্তি রমজান আলী খোকনকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।