আব্দুল ওয়াহাব লোহাগাড়া সংবাদদাতা: চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে সংবাদপত্র হকার ও শতাধিক অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে লোহাগাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজের সঞ্চালনায় এবং প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যুগ্ম-সম্পাদক কাইছার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এহতেশামুল হক রাব্বী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম রিফাত, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক আব্দুল খালেক, মোহাম্মদ মারুফ, রায়হান সিকদার, দেলোয়ার হোসেন রশীদি, আবুল কালাম আজাদ, আতাউর রহমান মাসুদ, আবদুল ওয়াহাব, সদস্য মোহাম্মদ ইউছুফ।