তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনের বাঘমারা নামক স্থানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বনের বিশাল এলাকার গাছপালা পুড়ে গেছে।শনিবার সন্ধ্যার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার সন্ধ্যায় বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে বনে আগুন লাগার খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছেন। তবে কীভাবে বনে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানা যায়নি।
Drop your comments: