জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া নৌপরিবহনের টিকিট কাটা যাবে না। ঈদের ৫ দিন আগে থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। যাদের এনআইডি নাই, তাদের জন্মসনদ জমা দিতে হবে বলে জানান তিনি।
রোববার (১০ এপ্রিল) দুপুরে ঈদে নৌপথে বাড়ি ফেরা নিয়ে বৈঠক শেষে এ কথা জানান তিনি। বলেন, ঈদের সময় শিমুলিয়া-বাংলাবাজার রুটে চব্বিশ ঘণ্টা ফেরি চলাচল করবে।
নৌপ্রতিমন্ত্রী আরও বলেন, ঈদে কোনো ত্রুটিপূর্ণ যান চলাচল করবে না। নির্ধারিত ভাড়াতেই যাত্রী পারাপার করতে হবে। রাতে স্পিডবোট বন্ধ রাখার নির্দেশও দেন খালিদ মাহমুদ চৌধুরী।
Drop your comments: