করোনাভাইরাস মোকাবেলায় লকডাউন দেয়া হলেও সাধারণ মানুষের জন্য কার্যকরী কোনো ব্যবস্থা রাখা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার (৪ জুলাই) দুপুরে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আইনগত কোনো ধরনের বাধা না থাকলেও সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা নিতে বিদেশে যেতে দিচ্ছে না।
বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে বিএনপি ও দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করেছেন তার সমালোচনা করেন মির্জা ফখরুল। জিয়া সম্পর্কে নেতিবাচক মনোভাব পরিহার করার আহ্বান জানান তিনি।
Drop your comments: