আলফাডাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন।
২ জুলাই লকডাউনের দ্বিতীয় দিনে একে তো শুক্রবার হওয়ায় মানুষের চলাচল ছিলো কিছুটা কম।
ভোররাত থেকেই প্রশাসনের কঠোর নজরদারিতে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় দোকান ছাড়া সকল প্রকার দোকান বন্ধ ছিল।এছাড়াও জনমানব শূণ্য দেখা গেছে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন অঞ্চলে ।
আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। পোলাপান বলে সোজা আমার ইঞ্জিনিয়ারকে কি
উপজেলা এ কে এম জাহিদুল হাসান জাহিদ আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামানের সহায়তায় পৌর বিভিন্ন বাজার ও কিছু পয়েন্ট পরিদর্শন করেন।
সরকার ঘোষিত লকডাঊন কার্যকর করতে ও প্রত্যেকটি হাট বাজার সুক্ষিত করতে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে উপজেলা বিভিন্ন অঞ্চলে ঝটিকা অভিযান চালানো হয়েছে।
এ লকডাউন কার্যকর অব্যাহত রাখতে একইদিনে বিকালে উপজেলার বিভিন্ন হাট-বাজারে উপজেলা পরিষদ চেয়ারম্যান একে এম জাহিদুল হাসান জাহিদ , উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী ও জনপ্রতিনিধিসহ সুধীজনেরা পরিদর্শন করেন।
এ বিষয়ে ওসি ওয়াহিদুজ্জামান বলেল,আমরা আকস্মিকভাবে বর্তমানে করোনা সংক্রমণে ঊর্ধ্বগতি লক্ষ্য করছি। প্রতিদিনেই মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। আমাদের করোনা সংক্রমণ মোকাবিলা করতে হবে। আমরা চাই না, অনাকাঙ্ক্ষিতভাবে কেউ অসুস্থ হোক অথবা কারো মৃত্যু হোক। এজন্য করোনা মোকাবেলায় প্রত্যেককে ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরতে ভুলে যাওয়া যাবে না।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী জানান, করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সারাদেশে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। উপজেলা প্রশাসন বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে।