
তিমির বনিক,মৌলভীবাজার থেকে: কাতার প্রবাস ফেরত মৌলভীবাজারে বিয়ে করতে যাওয়ার সময় বিয়ের গেঁটে শামিম আহমদ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন বর সেজে কনের বাড়ি যাচ্ছিলেন আটক শামিম, তবে প্রেমিকার আনা ধর্ষণের অভিযোগে মাঝপথে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে মতে জানা গেছে, শামিম আহমদের সঙ্গে ১২ বছর আগে একই গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে উভয়ের মধ্যে শারীরিক সম্পর্কও হয় বলে দাবি অভিযোগকারী মেয়েটির। কিন্তু বিয়ে হওয়ার আগেই শামিম প্রবাসে চলে যান। সাত বছর পর দেড় মাস আগে কাতার থেকে দেশে আসেন তিনি।
আটক শামিম জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মশাজান গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে। তাকে কনের বাড়িতে প্রবেশের আগেই গেট থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় রাজনগর থানা পুলিশের দল। থানায় অভিযোগকারী তরুণীর দাবি, ‘শামিম বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। কিন্তু এখন দেশে এসে অন্য মেয়েকে বিয়ে করতে চাইছে, তাই অভিযোগ দিয়েছি।
বিষয়টি নিয়ে যোগাযোগ করলে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এক তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণ হলে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।