
ড. রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। দলের নাম রাখা হয়েছে ‘গণঅধিকার পরিষদ’।
মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলটির কার্যালয়ে দলের নাম ঘোষণা করেন নুর। তাদের দলের স্লোগান হচ্ছে— ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’।
দলটির আহ্বায়ক করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়াকে।
গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ— এই চারটি মূলনীতির ভিত্তি করে দলটির রাজনৈতিক কাজ পরিচালিত হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
Drop your comments: