রাজনৈতিক মামলায় কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রধান বিচারপতির কাছে স্মারক লিপি দিতে গেলে বাধা দিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ কারাবন্দীদের স্বজনরা হাইকোর্টে দিকে গেলে পুলিশ বাধা দিয়ে থামিয়ে দেয়।
এরপর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান গণমাধ্যমকে জানান, বাধা দেয়ায় আমরা ৪ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারক লিপি নিয়ে প্রধান বিচারপতির কাছে যাবো।
বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে, স্মারক লিপি নিয়ে প্রতিনিধি দল প্রধান বিচারপতির কাছে গেছেন।
এরআগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির গুম-খুন-গ্রেপ্তার নেতাকর্মীদের স্বজনরা প্রতিবাদ সমাবেশ করে। সারাদেশে থেকে কয়েকশত স্বজনরা এ সমাবেশে হাজির হন।
Drop your comments: